ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হৃদয়-জাকিরের ঝড়ো ফিফটিতে বিশাল সংগ্রহ সিলেটের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৮:১১ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টাইগার ক্রিকেটের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি দেশীয় ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স। এরমধ্যে সিলেট স্ট্রাইকার্স দলের তিন বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয় এবং জাকির হাসান আলাদা করে নজর কেড়েছেন।

বিজ্ঞাপন

সিলেট দলটির হয়ে এই তিন ক্রিকেটারের কেউ না কেউই প্রত্যেকদিন পারফর্ম করেই যাচ্ছেন। মাঝে মাঝে তো দুইজনকেও পারফর্ম করতে দেখা যায়। আজ (৩০ জানুয়ারি) যেমন, খুলনা টাইগার্সের বিপক্ষে শান্ত ব্যর্থ হলেও জাকির হাসান এবং তৌহিদ হৃদয় ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতেছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী। টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ করেন তিনি।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিং করতে নেমে জাকির এবং হৃদয়ের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট। টুর্নামেন্টে নিজেদের বাঁচিয়ে রাখতে খুলনাকে তাড়া করতে হবে ১৯৩ রানের বিশাল লক্ষ্য।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকারী নাজমুল শান্ত এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ বলে ৬ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনে নামা জাকিরের সঙ্গে এরপর জুটি গড়েন শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হৃদয়।

এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ১১৪ রানের বড় জুটি। এরমধ্যে বেশি আক্রমণাত্মক ছিলেন হৃদয়। ৪৯ বলে ৯টি চারে ৭৪ রান করে চলতি বিপিএলে প্রথমবারের মতো ওপেনিং করতে নামা হৃদয়।

বিজ্ঞাপন

এই ব্যাটসম্যান আউট হতে আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন জাকিরও। মাত্র ৩৮ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৫৩ রান করে আউট হয়ে ফেরেন জাকির। হৃদয় এবং জাকির আউট হয়ে ফেরার পর এবার খুলনার বোলারদের উপর শেষদিকে তাণ্ডব চালান রায়ান বার্ল এবং থিসারা পেরেরা।

বার্ল মাত্র ১১ বলে ১টি চার ও ২টি ছয়ে ২১ এবং পেরেরা ৭ বলে ২টি চার ও ১টি ছয়ে ১৭ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন।

খুলনার পক্ষে মার্ক দেয়াল ৪০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও আরিফুল ২৫ রানে এবং নাহিদ রানা ৩৪ রানে ১টি করে উইকেট শিকার করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |