কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরপরই ব্রাজিলের দায়িত্ব ছাড়েন কোচ তিতে। এরপর দুই মাস হতে চললে নেইমার-ভিনিসিয়াসরা এখনও কোচহীন। তবে দুই দশক ধরে বিশ্বকাপ জিততে না পারা সেলেসাওরা চাচ্ছেন ইউরোপিয়ান হেভিওয়েট কাউকে প্রথমবারের মতো ব্রাজিল দলে নিয়োগ করতে। এতে দেশটির সাবেকরাও ইতিবাচক সায় দিচ্ছেন।
এদিকে ইএসপিএন এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে গণমাধ্যমজুড়ে আসা এসব গুঞ্জন কয়েকঘণ্টার মধ্যেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ তাদের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, 'রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন। গত বুধবার কোপা দো ব্রাজিলের ড্র অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস যেই বক্তব্য দিয়েছিলেন সেটা এখনও তিনি বহাল রাখছেন। কর্মকর্তারা ব্যাপারটি স্বচ্ছভাবেই সামলাচ্ছেন এবং নতুন কোচের নাম সঠিক সময়ে ঘোষণা করা হবে। '
ফলে তিতের বিদায়ের পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়াটা এখনো চলমান রেখেছে ব্রাজিল। তবে আগামী মাসেই দেশের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমাররা। ফিফার উইন্ডোতে আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল দল। তাই ব্রাজিলের ডাগআউটে কে দাঁড়াবেন তা এখনও অনিশ্চিত।
বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর মতে, সেই ম্যাচগুলোতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে থাকতে পারেন রামোম মেনেজেস।