• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফেডারেশন কাপ হ্যান্ডবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আনসার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩
ফেডারেশন কাপ হ্যান্ডবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আনসার

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল আনসার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪৫-২৮ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে আনসার৷

প্রথমার্ধে ২৬-১২ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল আনসার। চ্যাম্পিয়ন দলের খাদিজা টুর্নামেন্টে নারী বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় নারী বিভাগে চারটি দল-বাংলাদেশ আনসার ও ভিডিপি, তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশ নেয়।

এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। ওই আসরে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

আজ একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট চান না বাটলার
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা