ফেডারেশন কাপ হ্যান্ডবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আনসার
ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল আনসার।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪৫-২৮ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে আনসার৷
প্রথমার্ধে ২৬-১২ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল আনসার। চ্যাম্পিয়ন দলের খাদিজা টুর্নামেন্টে নারী বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় নারী বিভাগে চারটি দল-বাংলাদেশ আনসার ও ভিডিপি, তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশ নেয়।
এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। ওই আসরে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।
আজ একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।
মন্তব্য করুন