ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফাইনাল হেরে যা বললেন সিলেটের অধিনায়ক মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৩ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

মাশরাফী বিন মোর্ত্তজার সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে পঞ্চম শিরোপা উঁচিয়ে দেওয়ার সুযোগ। বিপিএলের মঞ্চে একমাত্র অধিনায়ক হিসেবে আলাদা চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জেতার মঞ্চ।

বিজ্ঞাপন

অধিনায়ক মাশরাফীর সামনে ছিল বিপিএলের মঞ্চে নিজের শততম অধিনায়কত্ব করার ম্যাচটি শিরোপার উৎসবে রাঙিয়ে নেওয়ার হাতছানি। পারলেন না মাশরাফী। পারলো না সিলেট স্ট্রাইকার্সও। চলতি মৌসুমে নেতৃত্বের জাদু দিয়েই সিলেটকে তুলেছেন ফাইনালে।

বিপিএলের মঞ্চে যা সিলেট ফ্র্যাঞ্চাইজিটির জন্য সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০১৩ সালে একবার খেলতে পেরেছিল প্লে অফ। সবকিছু ছাপিয়ে মাশরাফীর নেতৃত্বে সিলেট ফাইনালে যাওয়াতে সবাই আশা করেছিল, এবার হয়ত হবে। ৩৯ বছর বয়সী যুবক মাশরাফীর হাত ধরে শিরোপা জিতবে সিলেটও।

বিজ্ঞাপন

কিন্তু রুবেল হোসেন কুমিল্লার জনসন চার্লসের ক্যাচ মিসের পর এক ওভারে ২৩ রান দিয়ে ম্যাচটাই হারিয়ে দিয়েছেন। শিরোপা হারিয়ে হতাশ হয়েছেন অধিনায়ক মাশরাফীও। যদিও মাশরাফী বলেছেন, দিনটি সিলেটের ছিল না বলেই শিরোপা জেতা হয়নি।

শিরোপা হারানোর পর মাশরাফী বলেন, 'দিনটি আমাদের ছিল না। কিন্তু দলের সবাই নিজেদের শতভাগ দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবাই নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে। হ্যাঁ, ড্রপ ক্যাচ আমাদের ভুগিয়েছে। এছাড়াও প্রয়োজনের সময় আমরা ভালো বোলিং করতে পারিনি। এমনকি মাঝের ওভারে আমরা টানা ২-৩ উইকেট হারিয়ে ফেলেছি। যার জন্য আমাদের ১০-১৫ রান কম হয়েছে।'

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |