উয়েফা চ্যাম্পিয়নস লিগে অসাধারণ একটি রাত পার করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শুরুতেই জোড়া গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস। পরে শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের বিপক্ষে ইউরোপিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য রাতটা বেদনার হতে পারত। তবে সেটা হতে দেননি ২২ বছর বয়সী তারকা ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই জোড়া গোলে পিছিয়ে ধুঁকতে থাকা রিয়ালকে ত্রাণকর্তা হয়ে সমতায় ফেরান ব্রাজিলিয়ান এই তরুণ তারকা। তার একক নৈপুণ্যেই ২১ ও ৩৬ মিনিটের গোলে রিয়ালের প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু হয়।
লিভারপুলের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে জয়ের পেছনে যে ভিনিসিয়াসের বড় অবদান, তা অস্বীকার করার উপায় নেই। তাই কোচ কার্লো আনচেলত্তিও শিষ্য ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্সে বেশ খুশি। একারণেই ভিনির প্রশংসা করেছেন কিংবদন্তি এই কোচ।
তিনি জানিয়েছেন, বর্তমান বিশ্বের সেরা নির্ণায়ক খেলোয়াড় ভিনিসিয়াস। এমনকি এই মুহূর্তে ব্রাজিলিয়ান এই তরুণ বিশ্বের সবচেয়ে বিচক্ষণ খেলোয়াড় বলেও মনে করেন আনচেলত্তি।
ইতালিয়ান এই কোচ সেলেসাও তারকার শুধু প্রশংসা করেই ক্ষ্যান্ত হননি, কেন ভিনিসিয়াস সবচেয়ে বিচক্ষণ তার ব্যাখ্যাও দিয়েছেন। আনচেলত্তি বলেন, ‘সে মাঠে ড্রিবল করে। আবার প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। গোল করে; গোলে সহায়তাও করে। সে ম্যাচে পুরো সময় জুড়ে এসব কিছুই করতে থাকে। সে কখনোই থামে না।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা ও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়াস। সম্প্রতি ক্লাব বিশ্বকাপেও নৈপুণ্য দেখিয়ে শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।
এত সব অর্জনে শিষ্যের ওপর যে আস্থা গুরু আনচেলত্তি রেখেছেন, তার প্রতিদানও ভিনিসিয়াস দিচ্ছেন। এজন্যই সময় কালক্ষেপণ না করেই অকপটে সব স্বীকার করছেন তিনি। কারণ, মৌসুমের শেষ দিকের পথ পাড়ি দেওয়া যে এখনও বাকি।