ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কষ্টার্জিত জয়ে সিটি থেকে আরও দূরে আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:১৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রথমার্ধে দু’দলই চেষ্টা কম করেনি। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতে বহু আকাঙ্ক্ষিত গোল পায় আর্সেনাল। সেই গোলেই ম্যাচ নির্ধারিত হয়ে যায়। কষ্টার্জিত জয়ে শেষ হাসি হাসে মিকেল আর্তেতার দল।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। 

২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। একই সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে সিটি। 

বিজ্ঞাপন

প্রথমার্ধের ২৬ মিনিটে আর্সেনালের জাকার পাসে লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল দিলেও পরে ভিআরে দেখে ফাউল ধরা পড়লে সেই গোল বাতিল হয়। 

এর কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদে বাতিল হয় লেস্টারেরও একটি গোল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোল পায় আর্সেনাল। ট্রোসার্ডের পাসে দূরপাল্লার শটে গোল করেন মার্তিনেল্লি।

বিজ্ঞাপন

এরপর ৫৫ মিনিটে আরও একটি গোল হয়েছিল কিন্তু অফসাইডের কারণে সে গোলটি বাতিল হলে ব্যবধান আর দ্বিগুন করতে পারেনি আর্সেনাল। বাকি খেলায় আর্সেনাল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |