গত সেপ্টেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। যার সুবাদে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
অলিম্পিকের বাছাইয়ে বাংলাদেশ দল কোন গ্রুপে খেলবে এবং প্রতিপক্ষ কারা তা আগেই জানিয়েছিল আয়োজকরা। এবার জানা গেল ভেন্যু ও চূড়ান্ত দিনক্ষণের সূচি।
আগামী ৩ থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাংলাদেশের ‘বি’ গ্রুপের খেলা। যেখানে সাবিনা খাতুনদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপের মেয়েরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
আগামী ৫ এপ্রিল বাছাইপর্বে নিদের প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার এবং ১১ এপ্রিল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে কোচ গোলাম রব্বানী ছোটনের দল।
অলিম্পিক বাছাইয়ের আগে সাবিনাদের জন্য মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘মার্চে সিঙ্গাপুর হোক বা কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।’
২০২০ টোকিও অলিম্পিকেও বাছাইয়ের গ্রুপ পর্ব খেলতে মিয়ানমারে গিয়েছিল বাংলাদেশ। সেবারের ইতিহাস অবশ্য জন্য সুখকর নয়। ওই আসরে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ভারতের কাছে ৭-১ ও মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।