ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

২০০ টাকায় দেখুন বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মিলবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিট। খেলার দিনও টিকিট পাওয়া যাবে। প্রথম দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যেখানে সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি।

এবার টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে বিভক্ত করেছে বিসিবি। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাবে দর্শকরা।

৩০০ টাকায় নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাবেন দর্শকরা। ৫০০ টাকায় ক্লাব হাউজ এবং ১০০০ টাকায় ভিআইপি স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |