• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৩, ১৩:২৬
মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ে প্রথমবার জয়লাভ করেছে বাংলাদেশ দল। তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে টাইগারদের সামনে। এজন্য প্রথম ম্যাচ শেষ করে বন্দরনগরী চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজে ১-০ তে এগিয়ে থাকায় দর্শকদের কাছে সামনের ম‌্যাচ দুটি আরও আকর্ষণীয় হতে যাচ্ছে।

এজন্য শুক্রবার (১০ মার্চ) আসন্ন এই ম্যাচ দুটিকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে। যেখানে চট্টগ্রামের মতো ঢাকাতেও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা।এই তালিকায় টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি ১৫০০ টাকা। নর্থ-সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা করে।

আগামীকাল শনিবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এই কাউন্টার সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত খোলা থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের, নতুন রূপে মিরপুর
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য কমিয়েছে বিসিবি
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি