ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বাংলাওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ০২:৩০ পিএম


loading/img

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচে জয় তুলে প্রথমবারের মতো ইংলিশদের হোয়াইটওয়াশ করতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাচের আগে টস হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংরেজরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

আজ (১৪ মার্চ) বিকেল তিনটায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। 

আরও পড়ুন : তানভীরের অভিষেক, একাদশে আফিফের জায়গায় শামীম

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয় বরণ করলেও চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর মিরপুরে এসে সিরিজ নির্ধারণী জয়ের দিনে ৪ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।

এই জয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয়ের দেখা পায় টাইগাররা। এবার নিজেদের ট্রেডিশন বাংলাওয়াশের লক্ষ্য।  বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জিতলে চতুর্থ কোনো দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাওয়াশের স্বাদ পাবে বাংলাদেশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |