বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেটে ওয়ানডে সিরিজে আইরিশদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। এবার অ্যান্ড্র বালবার্নির নেতৃত্বে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ঘরের মাঠে ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। তবে ওয়ানডেতে দুমড়েমুচড়ে যাওয়া আইরিশরা টি-টোয়েন্টি সিরিজে নতুনভাবে শুরুর প্রত্যাশা করছে। যেখানে সাকিবের দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সফরকারীরা।
তাই আগামী সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে মোটেও ভয় পাচ্ছেন না আইরিশ অলরাউন্ডার মার্ক এডেয়ার। তার দাবি, বাংলাদেশকে মোটেও ভয় পান না তারা।
যদিও ওয়ানডে সিরিজে হারের পর দলটির অধিনায়ক অ্যান্ডি বলবার্নি দাবি করেছিলেন, তারা আরও ভালো ক্রিকেট খেলার আশা নিয়ে এসেছিলেন। টি-টোয়েন্টিতে অবশ্য এখনও কিছু করে দেখানোর সুযোগ থাকছে তাদের।
এদিকে ওয়ানডে সিরিজ শেষ করে শুক্রবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। সেখানে আজ (২৫ মার্চ) সকালে অনুশীলনে সেরেছে আইরিশরা। এরপর টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে যান মার্ক এডেয়ার।
যেখানে এডেয়ার দাবি করেন, ওয়ানডে সিরিজের ফল নিয়ে অবশ্যই আমরা হতাশ, তবে এটিকে (টি-টোয়েন্টি) আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি বললেন, যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি; আমরা জানি, বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি, আপনারা দেখবেন, সেটি কেমন।
অন্যদিকে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে খুব একটা লড়াইয়ে ছিল না সফরকারীরা। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার বিষয়টি মানতে নারাজ এডেয়ার। তার ভাষ্য, ওয়ানডেতে দেখে হয়তো মনে হয়নি আমরা সেভাবে লড়াই করেছি, তবে আমরা সেটি করেছি।
এই ফাস্ট বোলারের দাবি, আয়ারল্যান্ড একটা গর্বিত জাতি, যখনই সুযোগ পাই কাজে লাগায়। এ সিরিজের পর আসলে অনেকেই হতাশ। আশা করি, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব।
আইরিশদের এই বোলারের মতে, সিলেটে উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু সাগরিকায় এর উল্টো চিত্রের দেখা মিলতে পারে, আর আইরিশরা এর ফায়দা লুটে নিতে যায়।
এডেয়ার বলছেন, এটা হয়তো ধীরগতির হবে, অনেক টার্ন থাকতে পারে। ইংল্যান্ড সিরিজে উইকেট কেমন ছিল, তা আমরা দেখেছি। সেখান থেকে নোট নেব। তবে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই স্পিন আশা করছি।
উইকেটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগ্রাসী খেলার আভাসও দিয়ে রাখলেন এই ফাস্ট বোলার। তার দাবি, ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টি ভালোবাসি আমি, ম্যাচ যেকোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি।