• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ছোট দলের বিপক্ষে খেলাতেই বেশি ফোকাস থাকে : মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৩, ১৭:৪১
ছোট দলের বিপক্ষে খেলাতেই বেশি ফোকাস থাকে: মিরাজ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও জয়ের দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে এবার সফরের শেষ ম্যাচ অর্থাৎ একমাত্র টেস্টে খেলতে নামবে টাইগাররা। মঙ্গলবার (৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হোম অব ক্রিকেটে খেলাটি সকাল ১০টায় শুরু হবে।

আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল নিজেদের অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন। তবে সাইড স্ট্রেইনের চোটে পড়ে টেস্ট দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। এদিন মাঠে আসলেও অনুশীলন না করে দলের সঙ্গে গল্পে সময় কাটিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাই অনুশীলন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টেস্টের অভিজাত সংস্করণের মর্যাদা পাওয়ার পর নবীন দেশ আইরিশরা এখন পর্যন্ত খেলতে পেরেছে স্রেফ তিনটি ম্যাচ। তবুও সর্বশেষ টেস্টটি আবার প্রায় চার বছর আগে খেলেছে। ফলে শক্তি-সামর্থ্য আর অভিজ্ঞতায় টেস্টের সবচেয়ে তলানির দল তাদের বলাই যায়। এমন দলের বিপক্ষে সাদা পোশাকে নামার আগে চিন্তার জগত কৌতূহলের জায়গা বাংলাদেশ দলের।

টেস্ট ক্রিকেটে খুব একটা আশা জাগানিয়া দল নয় বাংলাদেশ। তবে আইরিশদের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই একমাত্র টেস্টে জয় তুলে নেওয়ার প্রতিজ্ঞা কথা জানিয়েছেন মিরাজ। তবে রঙিন পোশাকে দাপট থাকলেও সাদা পোশাকে আইরিশদের ছোট করে দেখছেন না মিরাজ। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই। তাদের বিপক্ষে সেরা খেলাটাই খেলতে হবে।’

নিজেদের খেলার কৌশল নিয়ে মিরাজ বলেন, ‘এক নম্বর টিমের সঙ্গে খেললে যে ফিলিংস কাজ করে, দশ নম্বর টিমের সঙ্গে খেললেও আমাদের একই ফিলিংস কাজ করে। মূল কথা হলো, ফল কী আসছে। আমাদের কাজ আগে করতে হবে, পরে অন্য হিসাব। আমরা হারলে কী হবে, এগুলো নিয়ে না ভেবে বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি। আমরা আমাদের কাজটা করতে চাই।’

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, বড় দলের চেয়ে ছোট দলের বিপক্ষে খেলতে গেলে ফোকাসটা বেশি থাকে। আপনি যদি ভারত বা আয়ারল্যান্ডের বিপক্ষে ১০০ করেন, সেটি কিন্তু ১০০-ই থাকবে। পরিসংখ্যান কিন্তু পরিবর্তন হবে না। সুতরাং দিনশেষে এটিতেই আমরা গুরুত্ব দিই।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ উইকেটের বড় জয় পেল সাকিবের বাংলা টাইগার্স
আন্টিগুয়ায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের
ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন