রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অসংখ্য দোকান। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সর্বস্বান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন আমজনতা থেকে শুরু করে তারকা ও রাজনীতিবিদরা।
ব্যবসায়ীদের এমন খারাপ সময়ে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ পাশে দাঁড়িয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ দিলেন মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক জানিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।
মুশফিক আরও যোগ করেন, এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।
এর আগে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকা জানান, আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোনো উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি।