ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

লিটনকে পেয়ে কলকাতায় উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ০৭:২১ পিএম


loading/img
লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস। তবে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ভারতে উড়াল দিয়েছেন লিটন। দেশসেরা এই ব্যাটার এখন কলকাতায় অবস্থান করছেন। রোববার সন্ধ্যায় ঢাকা ছেড়ে রাতেই কলকাতায় পৌঁছান বাংলাদেশি তারকা ওপেনার লিটন দাস।

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লাল-সবুজ শিবিরের এই ওপেনারকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবিও পোস্ট করেছে কেকেআর। ছবির ক্যাপশনে লিখেছে, পৌঁছে গেছে, লিটন দা।

বিজ্ঞাপন

এদিকে দেশ ছাড়ার আগে লিটন দাস দাবি করেন, এটা দারুণ সুযোগ। এ রকম বড় আসরে কখনও যেতে পারিনি আগে। অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। আমি খুশি। যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্য নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলব। ভক্তদের উদ্দেশে একটা কথাই বলব, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে।

অন্যদিকে আইপিএল খেলতে গেলেও টুর্নামেন্টের বাকি সময়ে পুরোপুরি থাকা হচ্ছে না লিটনের। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এজন্য আগামী ২ মে পর্যন্ত এনওসি পান তিনি। তবে সেই ছুটির সঙ্গে আরও দুই দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১০ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মোস্তাফিজ সময় মতো যোগ দেবে।

বিজ্ঞাপন

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |