ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘শুনলাম, এবার লা লিগা শিরোপা সস্তা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ , ০৬:০৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে রুখে দিয়েছে জিরোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে টেবিল টপাররা। এর ফলে ঘরের মাঠেই পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। এতে ক্ষুব্ধ বার্সার কোচ জাভি হার্নান্দেজ।

বিজ্ঞাপন

তবে তার রাগের অন্যতম কারণ গণমাধ্যম। কারণ, বেশ কিছু টিভি চ্যানেল এবারের লা লিগা শিরোপা জয় ‘সস্তা’ বলে আখ্যায়িত করেছে। এসব শুনে রেগে আগুন হয়েছেন বার্সার কোচ।

সোমবার (১০ এপ্রিল) রাতে চেনা আঙিনা ক্যাম্প ন্যুতে জিরোনার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় বার্সা। তবে ৬০ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েও গোলের দেখা পায়নি জাভির শিষ্যরা। দারুণ দক্ষতায় জিরোনার জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজানিগা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৮ ম্যাচে বার্সার এটি তৃতীয় ড্র। এ ছাড়া দুই ম্যাচে হারের তেঁতো স্বাদ পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

জাভির দাবি, আজকে টিভিতে একটি অনুষ্ঠানে শুনলাম; তারা বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সস্তা (লা লিগা) শিরোপা হবে এটা। এতে আমি বিস্মিত ও ক্ষুব্ধ। 

তার ভাষ্য, আমরা এখন মেসি-উত্তর যুগে আছি। এই মৌসুমে দারুণ প্রচেষ্টায় শিরোপার কাছাকাছি আছি এবং ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।

বিজ্ঞাপন

সাবেক এই বার্সা ফুটবলারের বক্তব্য, এই আলোচনা আমার একটুও ভালো লাগেনি। তবে আমাদের এখানে নিয়ন্ত্রণও নেই। আমরা নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারি। আমরা যদি লা লিগা জিততে পারি, অবশ্যই বড় করে উদযাপন করব। বার্সা জিতলে অনেকেই এটাকে গুরুত্ব দিতে চাইবে না, তবে আমাদের কাছে এটি হবে অনেক গুরুত্বপূর্ণ।

এদিকে লা লিগায় শিরোপা জয়ের পথে থাকলেও এবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভরাডুবি হয়েছে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে দলটি। অন্যদিকে ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে রবার্ট লেভানদোভস্কিরা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে কোপা দেল রে’তে দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে হেরে ছিটকে গেছে বার্সা। এসব কারণেই মূলত জাভিদের সমালোচনা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |