• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বিজয়ী যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২৩, ২০:১৬
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বিজয়ী যারা
ছবি- সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন, আর একই পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ রানারআপ হবার গৌরব অর্জন করেছেন। গ্র্যান্ড মাস্টার জিয়া ও ফিদে মাস্টার জাভেদের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিংয়ে গ্র্যান্ড মাস্টার জিয়া চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার জাবেদ রানারআপ হন।

এ ছাড়া সাত পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তৃতীয়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক পঞ্চম, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ ও ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন সপ্তম স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নবম, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস দশম, জাবেদ আল আজাদ একাদশ, রিয়াসাত-ই-নূর দ্বাদশ ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ত্রয়োদশ স্থান লাভ করেন।

ছয় পয়েন্ট করে অর্জন করেন ১৮ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে তাদের চতুর্দশ হতে বিংশ স্থান লাভ করেন যথাক্রমে, চতুর্দশ মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, পঞ্চদশ মো. মাসুম হোসেন, ষোড়শ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, সপ্তদশ মো. সিদ্দিকুর রহমান, অষ্টাদশ টুটুল ধর, উনবিংশ মো. আবু হানিফ ও বিংশ মুকিতুল ইসলাম রিপন।

নবম বা শেষ রাউন্ডের খেলা মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে ও ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার পরাগের সঙ্গে ড্র করেন।

ফিদে মাস্টার জাভেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম মহিলা ফিদে মাস্টার নোশিনকে, ফিদে মাস্টার আমিন মাসুমকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাকে, ফিদে মাস্টার সুব্রত মো. শরীয়তউল্লাহকে, ফিদে মাস্টার মাহফুজ মো. সাগরকে ও ক্যান্ডিডেট মাস্টার জামাল রুবেলকে পরাজিত করেন।

এদিকে বুধবার দুপুর ১২টায় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউকিঠ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ছাত্রদল: নাসির উদ্দীন
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস