ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যানসিটিকে হুমকি দিয়ে রাখলেন টুখেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ এপ্রিল ২০২৩ , ০৫:৪৬ পিএম


loading/img

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে ধসিয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে রদ্রির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সিলভা ও হলান্ডের গোলে সেমিফাইনালে এক পা দিয়ে বসেছে সিটিজেনরা।

বিজ্ঞাপন

হাইভোল্টেজ এই ম্যাচের আগে জুলিয়ান নাগেলসম্যানকে সরিয়ে টমাস টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বায়ার্ন। তবে মাঠের লড়াইয়ে ম্যানসিটির আক্রমণের কাছে শেষ পর্যন্ত পেরে উঠেনি জার্মান ক্লাবটি। ফল নিয়ে অবশ্য খুশি নন নতুন কোচ টুখেল। তবে আলিয়াঞ্জ অ্যারেনায় পরবর্তী লেগে কঠিন লড়াইয়ে প্রতিপক্ষকে হুমকি দিয়ে বসেছেন তিনি। 

বায়ার্ন কোচ টুখেল বলেছেন, ‘আমি এই ম্যাচের ফলাফলে ছেলেদের গুরুত্ব দিতে দেব না। এই ফল আমাদের প্রাপ্য ছিল না, এতে গোটা ম্যাচের গল্প ফুটে উঠছে না। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। যদিও সেই ইতিবাচক দিকগুলোয় নজর দেওয়া অবশ্য কঠিন হবে এমন ফলের পর। তবে আমরা সাহস ও দারুণ মানসিকতা নিয়ে খেলেছি, যথেষ্ট মানসম্পন্ন ছিল আমাদের খেলা।’

তবে হার নিয়ে যে তিনি অসন্তুষ্ট, সেটি লুকাননি ৪৯ বছর বয়সী এই কোচ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অবশ্যই সবাই হতাশ। তবে আমাদের অনুভূতি মিশ্র। ছেলেদের সঙ্গে কথা বলেছি আমি এবং তাদের মনে হচ্ছে না যে ৩-০ হওয়ার মতো খেলেছে তারা। তবে বাস্তবে এটা ৩-০, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক অনেক বড় চ্যালেঞ্জ।’

আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন। ফিরতি লেগে লড়াই চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বায়ার্ন কোচ। এই কোচ আরও জানান, ‘আমরা হাল ছাড়ব না। লড়াই করব। আর আলিয়াঞ্জ অ্যারেনায় খেলা মানে জার্মানিতে ঘরের মাঠে খেলা। খেলা শেষে ড্রেসিং রুমে ফেরার আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |