• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

অসুস্থ ছেলেকে নিয়ে হঠাৎ সিঙ্গাপুরে তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২৩, ১৪:১৪
অসুস্থ ছেলেকে নিয়ে হঠাৎ সিঙ্গাপুরে তামিম

বেশ কিছুদিন ধরে অসুস্থ তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল। এজন্য আরহামকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবুও পেট ব্যাথা থেকে সেরে ওঠতে পারছে না আরহাম। তাই উন্নত চিকিৎসার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল হঠাৎ সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক।

গত ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছিল। সেই ম্যাচ শুরুর আগের দিন ছেলের অসুস্থতার খবর পান তামিম। আইরিশদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান।

এদিকে টেস্ট ম্যাচের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। এমনকি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) কোনো ম্যাচ খেলেননি প্রাইম ব্যাংকের এই ব্যাটার। হয়তো চলতি ডিপিএলে আর মাঠে নামা হবে না তামিমের। জাতীয় দলের হয়ে খেলার বিষয়টিও নির্ভর করছে তামিমের ছেলের শারীরিক অবস্থার ওপর।

যদিও ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। সফরকে সামনে রেখে ঈদুল ফিতরের পর আগামী ২৬-২৯ এপ্রিল সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। এরপর ১ মে ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ দল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা টাইগার অধিনায়কের
সম্মান রক্ষার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা
এনসিএল টি-টোয়েন্টি খেলবেন জুনিয়র টাইগার লিডার তামিম