পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। বিয়ে না করলেও অনেক বছর ধরেই এক ছাদের নিচে বেশ সুখে-শান্তিতেই বসবাস করছিলেন তারা। এই জুটির সংসারে দুটি সন্তানও রয়েছে।
এ ছাড়া রোনালদোর আগের সন্তানরাও থাকেন জর্জিনার কাছেই। এককথায় বিয়ে না করলেও সংসারটা ঠিকই করে যাচ্ছিলেন রোনালদো-জর্জিনা। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, প্রেমিকা জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো! এমনই চমকপ্রদ খবর প্রকাশ করেছে ‘এল ফুতবোলেরো’।
‘এল ফুতবোলেরো’ এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো-জর্জিনার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। জনপ্রিয় এই জুটির মধ্যে দূরত্ব সৃষ্টির কারণ নেটফ্লিক্সে প্রকাশ পাওয়া ‘আমি জর্জিনা’ নামে একটি সিরিজ। খবরটা সঙ্গে সঙ্গেই চাউর হয়েছে বিভিন্ন দেশের গণমাধ্যমে। আর তাতে উঠে এসেছে এ ঘটনা সম্পর্কে নতুন নতুন তথ্য।
রোনালদোর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক পত্রিকা লিখেছে, রোনালদো নাকি বলেছেন—বিখ্যাত হয়ে যাওয়ার পর জর্জিনা ‘আত্মকেন্দ্রিক’ হয়ে গেছেন!
সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে জর্জিনাকে নিয়ে নির্মিত শো ‘সয় জর্জিনা (আমি জর্জিনা)’। সেই ডকুমেন্টারিতে উঠে এসেছে রোনালদো-জর্জিনা সম্পর্কের অনেক গল্প। ধারণা করা যাচ্ছে, এই ডকুমেন্টারি নিয়েই কোনো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তারকা জুটির মধ্যে।
এছাড়া সেখানে তার এক ঘনিষ্ঠ বন্ধুকে নিজের দামি চামড়ার বুট উপহার দেন জর্জিনা। যা নিয়ে রোনালদোর ভক্তরা রীতিমত সমালোচনা করেছেন। এই সিরিজটিই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে।