২০২৩ সালের জুনের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন বেলজিয়ামের তারকা গোলকিপার থিবো কোর্তোয়া। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি খেলেননি। তেদেস্কোর ছাঁটাইয়ের পর রুদি গার্সিয়া কোচ হলে ভাবনায় পরিবর্তন আনেন এই তারকা। তাই ২১ মাস পর জাতীয় দলে ফিরলেন তিনি।
উয়েফা নেশনস লিগের প্লে–অফ ম্যাচে ইউক্রেইনের বিপক্ষে দুই লেগের ম্যাচের জন্য বেলজিয়ামের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন কোর্তোয়া। শুক্রবার (১৪ মার্চ) প্রথমবারের মতো দল ঘোষণা করেন গার্সিয়া। সেখানে যে চার গোলকিপার রাখা হয়েছে, তাতে কাস্তেলস নেই।
গত সপ্তাহে বেলজিয়ান সংবাদমাধ্যম সুদিনফো জানিয়েছে, জাতীয় দলের সব খেলোয়াড় কোর্তোয়ার ফেরার পক্ষে নেই। গার্সিয়া যে সেটাও জানেন, বোঝা গেল তার কথাতেই। তিনি বলেন, (দলের) নির্দিষ্ট একটি অংশের সঙ্গে আমরা কথা বলব; নেতৃত্বস্থানীয় যারা। একবার বলার পর আরও বলব। নতুন অধ্যায়ের সময় হয়েছে।
গার্সিয়ার স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ভালোই আছে। একদিকে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও ইউরি তিয়েলম্যানসদের মতো অভিজ্ঞরা আছেন; পাশাপাশি লিঁওর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড মালিক ফোফানা ও আয়াক্সের ১৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জর্থি মোকিওকেও দলে ডেকেছেন গার্সিয়া। এ দুই তরুণের অভিষেক হওয়ারও সম্ভাবনা আছে।
উল্লেখ্য, আগামী ২০ ম্যাচ প্রথম লেগে মাঠে নামবে বেলজিয়াম আর ২৩ মার্চ হবে দ্বিতীয় লেগের খেলা।
ইউক্রেইন ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), মাতজ সেলস (ফরেস্ট), সেনে ল্যামেনস (জেঙ্ক), মার্টেন ভানদেভুর্ড (লাইপজিগ)
ডিফেন্ডার: টিমোথি কাসটেন (ফুলহ্যাম), জেনো ডিবাস্ট (স্পোর্টিং লিসবন), ম্যাক্সিম ডি কুইপার, ব্র্যান্ডন মেচেলে (উভয় ক্লাব ব্রুগ), কোনি ডি উইন্টার (জেনোয়া), ওয়াউট ফায়েস (লিসেস্টার), থমাস মেউনিয়ার (লিলে), আর্থার থিয়েট (ফ্রাঙ্কফুর্ট)
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), ব্রায়ান হেইনেন (জেঙ্ক), জর্থি মোকিও (আজাক্স), নিকোলাস রাসকিন (রেঞ্জার্স), ইউরি টাইলেম্যানস (ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ)
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলেয়ার (আটালান্টা), জেরেমি ডোকু (ম্যান সিটি), ম্যালিক ফোফানা (লিয়ন), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (সেভিলা), লোইস ওপেন্ডা (লাইপজিগ), অ্যালেক্সিস সেলেমাইকারস (রোমা), লিয়েন্দ্রো ট্রসার্ড (আর্সেনাল)
আরটিভি/এসআর/এস