সদ্য সমাপ্ত দলবদল মৌসুমে ৪.৭১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে বিশ্বের ক্লাবগুলো। এর মধ্যে তিন চতুর্থাংশেরও বেশি খরচ করেছে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের দলগুলো।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এ তথ্য প্রকাশ করেছে।
এবারের দলবদল মৌসুমে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমান নেইমার। এ নিয়ে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করে বিশ্বের নামীদামি গণমাধ্যমগুলো। তবে এ সময়ে ইউরোপের অন্য ক্লাবগুলো তাদের দলবদলের অতীত রেকর্ডও ভেঙে ফেলেছে।
বিবৃতিতে ফিফা জানায়, ১ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৭ হাজার ৫৯০টি আন্তর্জাতিক ট্রান্সফার সম্পন্ন হয়েছে। এতেই খরচ হয়েছে ৪.৭১ বিলিয়ন মার্কিন ডলার।
এবার মোনাকো থেকে বিষ্ময় বালক কিলিয়ান এমবাপ্পেকেও দলে ভিড়িয়েছে পিএসজি। এক মৌসুমের জন্য তাকে ধারে দলে নিয়েছে ফরাসি ক্লাবটি। তবে এজন্য ১৮০ মিলিয়ন ইউরো গুনতে হবে ক্লাবটিকে।
স্বাভাবিকভাবে এবারের দলবদলের বাজারে সবচেয়ে খরচ করা দেশের তালিকায় নাম লিখিয়েছে ফ্রান্স। এ গ্রীষ্মে সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ দেশটির ক্লাবগুলো খরচ করেছে ৬০৪.১ মিলিয়ন মার্কিন ডলার। যা গেলো মৌসুমের চেয়ে প্রায় ২৫০% বেশি।
পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাও এ মৌসুমে অতীতের দলবদলের রেকর্ড ভেঙে ফেলেছে। কোরেন্তিন তোলিসোকে বায়ার্ন ও ওউসমানে ডেম্বেলেকে দলে ভেড়াতে গিয়ে বার্সা এ রেকর্ড ভেঙেছে।
ফিফার রিপোর্ট অনুযায়ী, এবারের দলবদল মৌসুমে শুধু ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের ক্লাবগুলো ব্যয় করেছে ৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। যা সেগুলোর অতীতের সব রেকর্ড চুরমার করেছে। সেই হিসাবে খরচের কেন্দ্রবিন্দুতে ফের স্থান করে নিয়েছে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির পাঁচটি লিগের ক্লাবগুলো। এর মধ্যে ইংল্যান্ডের ক্লাবগুলো ব্যয় করেছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। যা অন্য কোনো দেশের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি।
ডিএইচ