পিটুনিতে গুরুতর আহত রেফারি, দর্শকের জেল
ফুটবল মাঠে দর্শকদের সঙ্গে রেফারির বাকবিতণ্ডার ঘটনা নতুন কিছু নয়। হাইভোল্টেজ ম্যাচে মাঝে মধ্যেই এমন ঘটনার সাক্ষী হন অনেকে। তবে বর্তমান সময়ে রেফারির সঙ্গে সংঘর্ষের ঘটনা খুব একটা দেখা যায়। কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে তাসমানিয়া দ্বীপপুঞ্জের দেশ অস্ট্রেলিয়ায়।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে রেফারি-দর্শক সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। দেশটির প্রিমিয়ার লিগের এক ম্যাচে দর্শকের পিটুনিতে গুরুতর আহত হন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি। এরপর রেফারিকে দ্রুতই হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
এদিকে রেফারিকে পিটিয়ে জখম করা সেই দর্শককে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী অ্যাডাম আবদুল্লাহ নামের ওই দর্শক একজন অপেশাদার বক্সার। তাকে ব্যাঙ্কসটাউনের স্থানীয় আদালতে হাজির করে পুলিশ। আদালত আবদুল্লাহর জামিন প্রত্যাখ্যান করে আগামী ২৮ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে।
সিডনির প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছিল প্যাডস্টো হর্নেটস এবং গ্রিন অ্যাকর ঈগলস। সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। ম্যাচ শেষে রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দেন ২৫ বছর বয়সী এক দর্শক। শুধু ঘুষি মেরেই থেমে থাকেননি তিনি, রেফারির মাথায় লাথিও মেরেছেন সেই দর্শক।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবল ম্যাচ শেষে এক দর্শক রেফারিকে গুরুতর আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’
জানা যায়, ম্যাচে রেফারি ও দর্শকের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে খেলা শেষে রেফারিকে আঘাত করতে শুরু করেন সেই দর্শক। আহত রেফারি চিৎকার করে তার চোয়াল ভেঙে যাওয়ার কথা বলতে থাকেন। পরে আহত অবস্থায় রেফারিকে উদ্ধার করে লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার অপারেশন হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন