• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’ চেয়ে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৩, ১৩:০২
‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’ চেয়ে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

ফিফা থেকে আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পর থেকেই উত্তাল দেশের ফুটবলাঙ্গন। তাই বেশ কিছুদিন থেকেই নেতিবাচক সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে কারণে বেশ চাপের মুখে আছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও।

এরই মধ্যে গতকাল বাফুফে কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন সালাউদ্দিন। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চান বাফুফে সভাপতি।

এদিন সংবাদ সম্মেলনের আগে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথা বলেন। এরপর সংবাদ সম্মেলনে এসেই সাংবাদিকদের ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়া শুরু করেন সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেছিলেন, ‘সাংবাদিকরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা শর্ত হলো তার বাবার ছবি পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাবার জুতা পরা ছবি থাকতে হবে।’

ব্রিফিংয়ের বক্তব্য মিলিয়ে নেওয়ার সময় সালাউদ্দিনের এই আপত্তিকর মন্তব্য গণমাধ্যমকর্মীরা রেকর্ডারে রেকর্ড করেন। এরপর এই মন্তব্যের ব্যাখ্যা জানতে সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নাবিলের (সহসভাপতি) সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা জোক ছিল। সাংবাদিকদের উদ্দেশে এটা বলিনি।’

তাই পরবর্তীতে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে একটি ভিডিও বার্তা দিয়েছেন সালাউদ্দিন। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা