ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এবার যুক্তরাষ্ট্রে বসছে জমজমাট টি-টেন লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ মে ২০২৩ , ১২:৪৯ পিএম


loading/img

আবুধাবি টি-টেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সাম্প আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির উদ্যোক্তা প্রতিষ্ঠান টি-টেন গ্লোবাল স্পোর্টসের উদ্যোগে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন লিগ। ‘ইউএস মাস্টার্স টি-টেন লিগ’ নামে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৬টি দল। এই টুর্নামেন্টে সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি সবেমাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন

ডালাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পাকিস্তানি সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল হতে শুরু করে যুক্তরাষ্ট্র জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন।

মিসবাহ-উল-হক বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই সংস্করণের অংশ হতে পারা অনেক সম্মানের, বিশেষ করে এই বয়সে। সবাই চায় বয়স্ক খেলোয়াড়রা আবার খেলুক এবং তাই ইউএস মাস্টার্স টি-টেন সফল হবে।’

যুক্তরাষ্ট্র টি-টেন আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাম্প আর্মি ফ্র্যাঞ্চাইজির মালিক রিতেশ প্যাটেল বলেন, ‘যুক্তরাষ্ট্রে রোমাঞ্চকর এই ক্রিকেট সংস্করণ আনতে পেরে উত্তেজিত। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সারা বিশ্বে প্রচুর ভক্ত রয়েছে এবং আমেরিকান ভক্তদের জন্য আমেরিকার মাটিতে প্রথমবারের মতো এটি দেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |