আগামী বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচ হিসেবে আর্জেন্টিনা এবং চিলির সাবেক কোচ মার্সেলো বিয়েলসাকেই নিয়োগ দিয়েছে উরুগুয়ে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা।
উরুগুয়ে সকার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হোর্হে ক্যাসালেস জানিয়েছেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সাবেক এই কোচকেই নিয়োগ দিয়েছেন তারা। সবকিছুই চূড়ান্ত, শুধু স্বাক্ষরটাই বাকি এখন। আশা করা হচ্ছে, ৬৭ বছর বয়সী এই কোচ এক বা দুদিনের মধ্যেই মন্টেভিডিওতে হাজির হবেন।
১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফুটবল বিশ্বমঞ্চের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত চিলি জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসাক। এ ছাড়া ক্লাব পর্যায়ে অ্যাস্পানিওল, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই, লিলে, লিডস ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন এই কোচ।