• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৩, ০৫:৩২
ব্রেন্টফোর্ডেও হোচট খেলো আর্সেনাল
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার ‘এইট’ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। সরাসরি জায়গা করে নিতে না পারায় আগামী জুন ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিতে হবে আয়ারল্যান্ডের। এজন্য বিশ্বকাপ বাছাইপর্বের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।

এ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাবেক জিম্বাবুইয়ান উইকেটরক্ষক পিটার জোসেফ মুর। জিম্বাবুয়ের হয়ে ৪৯ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৮ টেস্ট খেলেছিলেন ডানহাতি এ ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে আইরিশদের জার্সিতে তার টেস্ট অভিষেক হয়।

বিশ্বকাপের বাছাইপর্বের স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ওপেনার স্টিফেন দোহানি বাদ পড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি-ই আইরিশদের নেতৃত্ব দেবেন।

বাছাইপর্বে আইরিশদের গ্রুপে আছে ওমান, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।

আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পিটার মুর (উইকেটরক্ষক), পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট এবং ক্রেইগ ইয়াং।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
জাতীয় দলে কবে খেলবেন, জানালেন সাকিব
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে