• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আহমেদাবাদে আপত্তি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৩, ১০:৫২
আহমেদাবাদে আপত্তি পাকিস্তানের
ছবি- আইসিসি

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের ভেন্যুতে কোনো ম্যাচ খেলতে রাজি না বলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতীয় মিডিয়া বলছে, ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে কোনো ম্যাচ খেলবে না বলে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচকে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

পিসিবির সূত্র বরাতে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, আইসিসিকে স্পষ্ট করে শেঠি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল ছাড়া আহমেদাবাদে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। একমাত্র নক-আউট বা ফাইনাল ম্যাচ না হলে আমেদাবাদে খেলবে না পাকিস্তান।

সূত্র জানিয়েছে, শেঠি আইসিসিকে অনুরোধ করে বলেছেন, যদি আগামী অক্টোবর এবং নভেম্বরে বিশ্বকাপ খেলার জন্য সবুজ সঙ্কেত দেয় সরকার, তাহলে যেন পাকিস্তানের ম্যাচগুলো চেন্নাই, ব্যাঙ্গালুরু এবং কোলকাতায় দেওয়া হয়।

পিসিবি প্রধান শেঠির সঙ্গে দেখা করতে গত সপ্তাহের শুরুতে লাহোরে গিয়েছিলেন আইসিসির একটি প্রতিনিধি দল। সেখান থেকে ফেরার পর খেলাধুলার জন্য পাকিস্তানকে নিরাপদ দেশ হিসেবে বর্ণনা করেন প্রতিনিধি দলটি। এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য দেশটির সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বছর ভারতে অক্টোবর-নভেম্বরে নির্ধারিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে বিসিসিআই এবং পিসিবির মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের চেষ্টা করে আইসিসি।

এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করবে না ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তানেরও না যাবার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে 
প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
এবার যা যা নিয়ে এলো পাকিস্তানের সেই জাহাজ