ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

এগিয়ে থেকেই মাঠে নামছেন যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ , ০৯:১৭ এএম


loading/img

দক্ষিণ এশিয়ার ফুটবলে যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ সোমবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দক্ষিণ এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (সাফ) অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের এ ম্যাচটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ৩ গোলে পিছিয়ে পড়েও শক্তিশালী ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছিল রক্সির দল।

এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ২-০ গোলে। তাই এ ম্যাচেও নেপালের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে জাফররা। আর এ ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের শিরোপার দিকে অনেকটাই এগিয়ে যাবে মাহবুব হোসেনের শিষ্যরা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টুর্নামেন্টের দুই ম্যাচে জাফর ইকবাল তিন গোল করেছেন। একটি করে গোল করেছেন মোহাম্মদ সুফিল, রহমত মিয়া ও সৈকত মাহমুদ মুন্না।

ছয় দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় শ্রীলংকা। তাই ফরম্যাটেও পরিবর্তন আনা হয়। পাঁচ দলই এখন একে অন্যের বিপক্ষে খেলবে। গ্রুপের সেরা দল হবে চ্যাম্পিয়ন।

অর্থাৎ সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল জিতবে এবারের শিরোপা। প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ভুটানের বিপক্ষে।

বিজ্ঞাপন

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |