• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কানাডার লিগে সাকিবের পর দল পেলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৩, ১১:১৩
কানাডার লিগে সাকিবের পর দল পেলেন লিটন
ফাইল ছবি

আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এই লিগের ড্রাফটে শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

তবে শুধু সাকিবই নয়, কানাডার এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন দেশসেরা ব্যাটার লিটন ‍কুমার দাস। আসন্ন মৌসুমে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে উইকেটকিপার এই ব্যাটারকে। গত মঙ্গলবার (১৩ জুন) এই ফ্র্যাঞ্চাইজি লিগটির তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নামিদামী তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম হলেন- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানে।

সবশেষ ২০১৯ সালে মাঠে গড়িয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। মাঝে করোনার কারণে খেলা বন্ধ থাকলেও এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি।

মন্ট্রিয়ল টাইগার্স স্কোয়াড : সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে, রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মোহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আইরে, কলিম সানা, শ্রীমন্ত ভিজেরত্নে, ম্যাথু স্পোরস, বিজেন্দ্র সিং, দিলপ্রীত সিং এবং অনুপ চিমা।

সারে জাগুয়ার্স স্কোয়াড : অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেন্ডরফ, লিটন কুমার দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, যতিন্দর সিং, বার্নার্ড স্কোল্টজ, পরগট সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল এবং কৈরভ শর্মা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিখ নেতা নিজ্জর হত্যার বিষয়ে সব জানতেন মোদি: দাবি কানাডার
ওমরাহ শেষে নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন সাকিব
কানাডা ও যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে
ওমরাহ পালন করতে সৌদিতে সাকিব