• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নতুন ঠিকানায় রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৩, ০৮:৪৮
নতুন ঠিকানায় রাসেল ডমিঙ্গো
ছবি- সংগৃহীত

নতুন ঠিকানা নিশ্চিত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর। তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সে। এতদিন নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে প্রোটিয়া ক্লাবটির দায়িত্ব নেবেন ডমিঙ্গো।

চুক্তির পর তিনি জানিয়েছেন, নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমি দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করছি।

এদিকে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার টাইগারদের দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু গেল বছরের ডিসেম্বরেই এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিকান এই কোচ। এরপর ডাচদের দলের কোচিং স্টাফের দায়িত্ব নেন। সেখান থেকেই নিজ দেশের ক্লাবে পাড়ি জমাচ্ছেন টাইগারদের সাবেক এই কোচ।

একসময় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ ছিলেন ডমিঙ্গো। এরপর ২০১৯ সালে সাকিব-তামিমদের দায়িত্ব নেন। দুই বছরের চুক্তি শেষে আরও দুই বছরের চুক্তি নবায়ন করা হয় তার সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোভাবে বুঝতে পেরেই লাল-সবুজের প্রতিনিধিদের বিদায় জানান তিনি।

তার অধীনে বাংলাদেশ ২২টি টেস্ট খেলেছে। যেখানে ৩ জয়ের বিপরীতে হার ১৭ টেস্টে। অন্যদিকে টি–টোয়েন্টি ফরম্যাটে ৫৯ ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছিল সাকিবরা। তবে সীমিত ওভারের ফরম্যাটে বেশ সাফল্যের মুখ দেখেছিল ডমিঙ্গোর শিষ্যরা। তার অধীনে ৩০ ওয়ানডের মধ্যে ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলে দিল্লি ছেড়ে নতুন ঠিকানায় পন্টিং
দল বদলে নতুন ঠিকানায় সাকিব