• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

প্রীতি ম্যাচ

ভাগ্য ফেরানোর মিশনে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৩, ২০:৫৪
ভাগ্য ফেরানোর মিশনে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ছবি- সংগৃহীত

সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের সেটি বলার খুব একটা অপেক্ষা রাখে না। ২০২১ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই থেকে শুরু।

এরপর কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়, এরপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বকাপে তাক লাগিয়ে দেয়া ‘পুচকে’ মরোক্কোর বিপক্ষে পরাজয়। সব মিলিয়ে হারের বৃত্ত থেকে বের হতে বারবারই ব্যর্থ হচ্ছেন ২১ বছর ধরে বিশ্বকাপের শিরোপা প্রত্যাশীরা।

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিড়ালের দেওয়া ‘অভিশাপের’ ফল হাতেনাতেই পাচ্ছে সেলেসাওরা। আর সেই ‘অভিশাপ’ কাটিয়ে জয়ের ধারায় ফেরার মিশনে শনিবার রাতে নিউ গিনির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ছন্দ-তালহীন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের ক্লাব এসপানিওলের মাঠে শুরু হবে ম্যাচটি।

তিতের বিদায়ের পর দায়িত্ব পাওয়া অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস দলে একাধীক পরিবর্তন এনেও এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত ফল। কিন্তু তারপরও নতুন মুখ নিয়ে পরীক্ষা নিরীক্ষা থামাচ্ছেন না তিনি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৫৯ নম্বর দলের বিপক্ষে ভাগ্য ফেরানোর মিশনের ম্যাচেও নতুন ছয় মুখ তিনি রেখেছেন স্কোয়াডে।

তবে ব্রাজিলের সবচেয়ে বড় অপ্রাপ্তি ইনজুরির কারণে নেইমার জুনিয়রকে খেলাতে না পারা। রক্ষণভাগে নতুন মুখ আসলেও স্বভাবতই দানিলোর ওপর থাকবে গুরুভার।

তবে আক্রমণভাগে নেইমারের অভাব পূরণ করতে রয়েছেন রদ্রিগো-ভিনিসিয়ুস জুটি। আর গোলবারের নিচে অতন্দ্র প্রহরী অ্যালিসনতো আছেনই।

সব মিলিয়ে চলুন একনজরে দেখে আসি নিউ গিনির বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরু একাদশ।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, ভ্যান্ডারসন, ইবানেজ, মিলিতাও, টেলস; পাকুয়েতা, ক্যাসেমিরো, গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে আটক চার আর্জেন্টাইন ফুটবলার
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
বিজয় দিবস প্রীতি ম্যাচে রফিকের ঝোড়ো ব্যাটিং