ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আনচেলত্তির জন্য আরও অপেক্ষা করতে রাজি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভ নিউজ

রোববার, ১৮ জুন ২০২৩ , ০৬:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কার্লো আনচেলত্তি বেশ আগেই জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার চুক্তির মেয়াদ শেষ করতে চান। তাই তিতের বিদায়ের পর ব্রাজিল দলের কোচ হওয়ার প্রস্তাবেও সাড়া দেননি তিনি। কিন্তু ইতালিয়ান এই কিংবদন্তি কোচকে পেতে নাছোড়বান্দা ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। 

বিজ্ঞাপন

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমে আনচেলত্তির জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে কিছুদিন পরপরই বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়। সম্প্রতি সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজও জানিয়েছেন, আনচেলত্তিকে স্থায়ীভাবে ব্রাজিলের কোচ বানানোর আশা থেকে সরে আসেননি তারা।

ফলে প্রশ্ন উঠছে, আনচেলত্তিকে নিয়ে সেলেসাওদের আশায় বুক বাঁধার কারণ কী? আবার ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোদের কোচ হয়ে এলে কবে নাগাদ আনচেলত্তিকে পাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ জুন) রাতে স্পেনের বার্সেলোনায় আরডিসিই এস্পানিওল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে নেইমারবিহীন ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন অভিষিক্ত জোয়েলিনটন, রদ্রিগো, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র। 

এই ম্যাচ শেষেই আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার বিষয়টি একটু আন্দাজ করা গেল অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসের কথায়। এর পাশাপাশি ব্রাজিলের সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’ ও ‘ল্যান্স’ জানিয়েছে, আনচেলত্তিকে কোচ বানানোর আলোচনায় একটু অগ্রগতি হয়েছে।  

এ নিয়ে চলতি মাসের শেষের দিকে একটি বিবৃতি দেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়ায় কাকে কোচ করে আনবে, কিংবা এ বিষয়ে লক্ষ্য কী হবে, সেসব জানাবে সিবিএফ। তবে এই প্রক্রিয়ায় আনচেলত্তি রাজি হলেও ২০২৪ সালের আগে ইতালিয়ান এই কোচকে পাবে না ব্রাজিল। 

বিজ্ঞাপন

সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ এখন ইউরোপ সফরে আছেন। তবে রিয়াল কোচের সঙ্গে এখনো মুখোমুখি আলোচনায় বসেননি তিনি। ল্যান্স জানিয়েছে, ২০২৪ সালে ব্রাজিল কোচের দায়িত্ব নিতে আনচেলত্তিকে আপাতত মৌখিকভাবে হলেও রাজি করানোই লক্ষ্য হতে পারে সিবিএফ সভাপতির। 

এর আগেও ল্যান্স জানিয়েছিল, রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি সিবিএফ। ফলে আনচেলত্তি যদি চুক্তিতে রাজি হয়, তাহলে আগামী বছরের জুন-জুলাই মাসে ক্লাবের শিষ্য ভিনিসিয়াস-রদ্রিগোদের গুরু হয়ে ডাগআউট সামলাবেন তিনি।

কার্লো আনচেলত্তি ও ব্রাজিল ঘিরে বাইরেও বেশ আলোচনা হচ্ছে। তাই গিনির বিপক্ষে জয়ের মিশনে ফেরার ম্যাচের পর ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেসকেও আনচেলত্তিকে নিয়ে বর্তমান পরিস্থিতির আলোকে প্রশ্ন করেছিল টিভি গ্লোবো। সংবাদমাধ্যমটির দাবি, ২০২৪ সাল থেকে ব্রাজিল কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি।

ল্যান্স দাবি করেছে, স্টেডিয়ামের মিক্সড জোনে মেনেজেস এ প্রসঙ্গে সংবাদকর্মীদের বলেছেন, ‘আমি কিছুই জানি না। এর আগে সংবাদ সম্মেলনেই বলেছি, তিনি (আনচেলত্তি) অসাধারণ কোচ। তার সম্বন্ধে আমি কী বলতে পারি! আমার সব মনোযোগ এ দুটি ম্যাচ ঘিরে। এখন সামনে সেনেগাল। আমরা ভালো খেলতে চাই।’

এদিকে গিনিকে হারানোর পর এখন আফ্রিকার দল সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনে সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ও ভিনিসিয়াসের প্রতি সমর্থনে এই ম্যাচটিও আয়োজন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |