ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ ফিলিপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ , ০৩:২০ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার কাইল ফিলিপকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। অ্যাকশন না শুধরানো পর্যন্ত আর বোলিং করতে পারবেন না এই পেসার।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির ইভেন্ট প্যানেল।

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলছিলেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার। গত ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর বিষয়টি নিয়ে পর্যালোচনা করে আইসিসির ইভেন্ট প্যানেল।

বিজ্ঞাপন

এতে তারা দেখতে পায়, তার (ফিলিপ) বোলিং অ্যাকশন বৈধ নয়। তাই নিয়ম অনুসারেই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করে আইসিসি।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। সবগুলো ম্যাচেই হেরেছে তারা। ক্যারিবীয়দের সঙ্গে ৩৯ রানে, নেপালের সঙ্গে ৬ উইকেটের পর সবশেষ নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৬ জুন জিম্বাবুয়ের মুখোমুখি হবে দলটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |