ঈদুল আজহার ছুটি শেষ। দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ছুটি শেষে টাইগারদের এখন পালা সিরিজের প্রস্তুতি নেওয়ার। সেই লক্ষ্যে শনিবার চট্টগ্রাম পৌঁছেছে জাতীয় দলের ক্রিকেটাররা।
ঈদেরে ছুটি শেষ তো কী হয়েছে? সালামি নেওয়ার বিষয়টি তো আর শেষ হতে পারে না। যে কারণে টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানকে হোটেলে পেয়েই সালামির জন্য ধরে বসেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।
জুনিয়রের আবদার ফেলেননি সাকিব আল হাসান। এক হাজার টাকা সালামি দেন তিনি হৃদয়কে।
সালামি দেওয়ার ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন তৌহিদ হৃদয়।
ছবির ক্যাপশনে হৃদয় লেখেন, ‘কিংবদন্তি সাকিব আল হাসান ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি পেয়ে ধন্য ও সম্মানিত বোধ করছি! তার উদারতার কোনো সীমা নেই, এবং তার অঙ্গভঙ্গি আমার হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় পূর্ণ করেছে। এই ঈদ সবার জন্য সুখ এবং আশীর্বাদ নিয়ে আসুক!’
এবারের ঈদুল আজহার পুরো সময়টা জুড়ে আলোচনায় ছিলেন সাকিব। নিজ হাতে কোরবানি দিয়েছেন, ঈদে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরিও করেছেন। রিকশায় চড়েছেন স্ত্রীকে নিয়ে, চা খেয়েছেন টং দোকানে বসে।