• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

এশিয়া কাপের সূচি জানা যাবে যেদিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৩, ১১:২৩
এশিয়া কাপের সূচি যেদিন
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের আয়োজন নিয়ে সাপলুডু খেলা থামছেই না। ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে বারবারই সংবাদের শিরোনামে ছয় জাতির এই টুর্নামেন্ট। তাই একপ্রকার অনিশ্চয়তার দিকেই যাচ্ছে এর আয়োজন। যার প্রভাব ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও পরতে পারে।

নানান জলঘোলার পর এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হবে। ৯ থেকে ১৬ জুলাই পর্যন্ত সাউথ আফ্রিকার ডারবানে আইসিসির সভা চলবে। এতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি জয় শাহ উপস্থিত থাকবেন।

এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তাদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। পিসিবির হয়ে এই সভায় ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের থাকার কথা রয়েছে। সেখানেই পিসিবি এবং এসএলসির সূচি চূড়ান্ত করার কথা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে সেখানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। ফলে এশিয়া কাপের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এতদিন পিসিবির দায়িত্বে থাকা নাজাম শেঠি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করেন। পরে তা মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এসিসির সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতেও গড়াবে ছয় জাতির এই টুর্নামেন্ট। তবে এখনও চূড়ান্ত সূচি জানানো হয়নি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটযজ্ঞের।

হাইব্রিড মডেলে গ্রুপপর্বের চারটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে। আর ভারত ও টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় হবে, এমনটাই জানা গেছে।

উল্লেখ্য, ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে উঠে নেপাল। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা করে নেবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন সূচি
প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের
ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের ড্রেন পরিষ্কার কর্মসূচি
আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি