ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

আইসিসি র‍্যাঙ্কিং

সেরা দশে সাকিব, তাসকিন-তাইজুলের লম্বা লাফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০৬:১৯ পিএম


loading/img
ছবি- বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো পরাজিত হবার লজ্জা সঙ্গী হয়েছে বাংলাদেশের। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে লজ্জার পরিমাণটা কিছুটা হলেও কমিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কেননা শেষ ম্যাচে সান্ত্বনার জয়ের মাধ্যমে বাংলাদেশ এড়িয়েছে হোয়াইটওয়াশের শঙ্কা, সেই সঙ্গে এড়িয়েছে র‍্যাঙ্কিংয়ের অবনমনও। 

বিজ্ঞাপন

তবে লজ্জার নজির গড়লেও সান্ত্বনা পুরস্কারগুলো ঠিকই টাইগার ক্রিকেটারদের বুঝিয়ে দিচ্ছে আইসিসি। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৬১৮। 

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। ৫৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই পেসার। 

বিজ্ঞাপন

এদিকে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। পাঁচ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন তাসকিন। আর ৯ ধাপ আগানো তাইজুলের অবস্থান ৫৬। 

এদিকে শেষ ওয়ানডেতে আফগানদের ধ্বস নামিয়ে দেয়া শরিফুল ইসলাম নেই র‍্যাঙ্কিংয়ের সেরা একশোতে। তিনি অবস্থান করছেন ১০৪ নম্বরে। 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা ত্রিশের ভেতর রয়েছেন কেবল মুশফিকুর রহিমই। এক ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এগিয়েছেন এক ধাপ। আর লিটন এগিয়েছেন তিন ধাপ।

বিজ্ঞাপন

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি বাগিয়ে নিয়ে ১১ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ১৬তে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান। পাশাপাশি ৪৫ ধাপ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৪৫ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |