ব্রাজিল জাতীয় ফুটবল দলের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বরং স্প্যানিশ জায়ান্টদের আসন্ন মৌসুমের উপরই তিনি গুরুত্ব দিতে চান। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় রয়েছে রিয়াল মাদ্রিদ।
আগামী ২৪ জুলাই এসি মিলানের সঙ্গে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু করবে লস ব্লাঙ্কোরা। এ ম্যাচের আগে সাংবাদিকদের আনচেলত্তি বলেছেন, ‘আমি আর কখনই ব্রাজিল সম্পর্কে কোন কথা বলবো না। কি হচ্ছে, না হচ্ছে তা নিয়ে কথা বলতে চাইনা। আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং এখন আমি এখানেই আছি।’
দুই সপ্তাহ আগে ব্রাজিলিয়ান কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজ জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হওয়ার পর ৬০ বছর পর প্রথমবারের মত কোন বিদেশি কোচ হিসেবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলে নিয়োগ পেতে যাচ্ছেন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা থেকে এই ইতালিয়ান সেলেসাওদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
কিন্তু আনচেলত্তি বলেছেন ঐ বিষয়টি এখন বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে অন্য কোন বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি রয়েছে। তার আগে অন্য কোন বিষয়ে আলোচনা করতে চাইনা।’