ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুমে চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কিন্তু সেই ম্যাচটি খেলতে মাঠে নামার আগমুহূর্তে হঠাৎই বাতিল করা হয়েছে। মূলত হুট করে দলের ১৪ সদস্য অসুস্থ হয়ে পড়ায় ম্যাচটি বাতিল করেছে কাতালানরা।
রোববার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে তুরিনের বুড়িদের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বার্সার। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে প্রথম ম্যাচটি ভেস্তে গেছে। এরপর আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।
এক বিবৃতিতে ম্যাচ বাতিলের বিষয়টি জানিয়ে বার্সা কর্তৃপক্ষ বলছে, ‘লেভি স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়ন্স ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়রা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’
তবে দলের এক সূত্রের বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, পেটের পীড়ায় ভুগছেন বার্সেলোনার মোট ১৪ জন খেলোয়াড়। তবে যেসকল দর্শক সেই ম্যাচের টিকিট কেটেছিলেন, তাদের সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে বীমা করা থাকায় ম্যাচটি না খেলার জন্য কোনো জরিমানা দিতে হবে না ক্লাবটিকে।
এই সফরে আরও তিনটি ম্যাচ রয়েছে বার্সেলোনার। পরবর্তী ম্যাচগুলো সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে দলটি। ৩০ জুলাই টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। সফরের শেষ ম্যাচে মিলানের বিপক্ষে দলটি মাঠে নামবে ২ আগস্ট।
পরের ম্যাচগুলো যথাসময়ের অনুষ্ঠিত হবে বলে জানিয়ে ক্লাবটি বলছে, ‘বার্সেলোনা সমর্থকদের ম্যাচ দেখতে আসার ব্যাপারে উৎসাহিত করতে চাই। আর্সেনালের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ম্যাচটি যেন তারা উপভোগ করে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’