কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাঁচ ম্যাচ খেলে সাকিব আল হাসান উড়াল দিয়েছেন শ্রীলঙ্কায়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে এক ম্যাচ খেলেও ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিকে সাকিব ছাড়া গ্লোবাল টি-টোয়েন্টিতে তার দল মন্ট্রিয়েল টাইগার্স পেয়েছে দারুণ এক জয়। টরন্টো ন্যাশনালের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৬ ওভারের খেলায় ২৩ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ম্যাচে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে মন্ট্রিয়েল। মাত্র ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন ক্রিস লিন। এ ছাড়া ১৩ বলে ২৪ রান করেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। টরন্টোর হয়ে ১টি উইকেট নেন ফাহিম আশরাফ।
রান তাড়া করতে নেমে ৬ ওভারে ৫৪ রানের বেশি করতে পারেনি টরেন্টো। ৯ বলে সর্বোচ্চ ১৬ রান করেন স্মিত। সিকান্দার রাজা ৭ ও হামজা তারিক ১০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হন ক্রিস লিন।