ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রিজওয়ানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ , ১১:৩৮ এএম


loading/img
ছবি- সংগৃহীত

উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের হাত ধরে সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে ২০১৭ সালের সেই শিরোপার পর থেকেই ফর্ম হারাতে থাকেন অভিজ্ঞ এই খেলোয়াড়। একপর্যায়ে মোহাম্মদ রিজওয়ানকে জায়গা ছেড়ে দিতে গিয়ে বাদ পড়েন তিনি। সম্প্রতি আবার সেই রিজওয়ানকে সরিয়েই দ্য গ্রিন ম্যানদের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সরফরাজ।

বিজ্ঞাপন

এদিক বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়েছে, সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। মাঠের বাইরে তাদের দুইজনের সম্পর্ক নাকি একেবারেই ভালো না। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন সরফরাজ। তার দাবি, তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা নেই।

তাদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি করা বলেও দাবি করেছেন তিনি। সরফরাজের ভাষায়, পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। আমার এবং রিজওয়ানের মধ্যেও কোনো ঝামেলা নেই।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই ঘৃণার কথা ছড়িয়েছে। তাদের জীবনে কোনো কিছু করার নেই। এ কারণেই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আসে এবং অপ্রয়োজনীয় সবকিছু লেখে।

কয়েক দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একসঙ্গে খেলেছেন রিজওয়ান ও সরফরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টে সরফরাজ মাথায় আঘাত পাওয়ার পর কনকাশন সাব হিসেবে নেমেছিলেন রিজওয়ান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |