চলমান নারী ফুটবল বিশ্বকাপ থেকে একই দিনে বিদায় ঘণ্টা বাজল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। সুইডেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় নেয় আর্জেন্টিনার মেয়েরা। এর ঘণ্টাখানেক পর তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মেয়েরাও জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বুধবার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে এবারের নারী বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প কিছুই ছিল না ব্রাজিলের সামনে। অন্যদিকে হার এড়ালেই পরের পর্ব নিশ্চিত ছিল জ্যামাইকার জন্য। এমন সমীকরণের মুখে সেলেসাওদের আটসাঁট সব আক্রমণ প্রতিহত করে দিয়েছে খর্বশক্তির দলটি।
‘এফ’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তাদের সঙ্গে পানামা কোনো পয়েন্ট সংগ্রহ না করেও বিদায় নিয়েছে। তাদের বিদায়ে ফ্রান্স ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ৫ পয়েন্ট নিয়ে জ্যামাইকা রানার্সআপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। তবে আসরে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বোর্জেস ছিলেন কিছুটা নিষ্প্রভ। এবারের বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেলেও সময়টা উপভোগ করতে পারেননি নারী এবং পুরুষ মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই নারী ফুটবলার গোলমুখে কয়েকবার হুমকি ছড়ালেও তাতে কাজের কাজ হয়নি। ফলে প্রথমার্ধে তেমন কোনো সুবিধা করা হয়নি তাদের। বিপরীতে জ্যামাইকা পুরো ম্যাচই পার করেছে রক্ষ্মণাত্মক ভঙ্গিতে। চার ডিফেন্ডার এবং এক হোল্ডিং মিডফিল্ডার নিয়ে ৪-১-৪-১ ফর্মেশনে দল সাজিয়ে ঠিকই পয়েন্ট অর্জন করে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।
ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় সুযোগ এসেছিল ৭৯ মিনিটে। মিডফিল্ডার লুয়ানার ক্রসে হেড করেছিলেন জ্যামাইকান ডিফেন্ডার অ্যালিসন সোয়াবি। আত্মঘাতী গোলটা পেয়েই যেতে পারত ব্রাজিল। শেষ সময়ে ত্রাতা বনে যান জ্যামাইকার গোলরক্ষক রেবেকা স্পেনসার। পুরো ম্যাচেই গোলবারের নিচে অতন্দ্রপ্রহরী হয়ে ৭টি সেইভ করে ব্রাজিলকে আটকে রাখার কৃতিত্ব ছিল তারই।
শেষপর্যন্ত গোলশূন্য ড্র-তেই শেষ হয়েছে দুই দলের লড়াই। আর তাতেই নিশ্চিত হলো ব্রাজিলের ঘরে ফেরা। এর আগে আরি বোর্হেসের হ্যাটট্রিকে পানামাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের উড়ন্ত সূচনা হয়েছিল ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হার মানে মার্তাবাহিনী। এবার জ্যামাইকার সঙ্গে ড্র করে বিদায় নিশ্চিত করল তারা।
এর আগে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় নেয় আর্জেন্টিনার মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে শেষ মুহূর্তের একমাত্র গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হারতে ২-২ এ ড্র করেছিল আলবিসেলেস্তেরা।