• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সিরিজ সেরার পুরস্কার আধা একর জমি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৩, ১৪:৫০
ছবি- সংগৃহীত

ক্রিকেটে ম্যাচ সেরা বা সিরিজ সেরার পুরস্কার হিসেবে সচরাচর কি দিতে দেখা যায়? অর্থই বহুল প্রচলিত। অনেক সময় সিরিজ সেরা বা টুর্নামেন্ট সেরা হলে গাড়ি বা মোটরসাইকেল দেওয়ারও প্রচলন রয়েছে।

কিন্তু যদি পুরস্কার হিসেবে আপনাকে দেওয়া হয় আধা একর জমি, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশের জমি, তাহলে কেমন হবে বিষয়টা?

পুরস্কারের তালিকার খাতায় এমনই এক নতুন সংযোজন আনলো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। সিরিজ সেরা খেলোয়াড়কে আধা একর জমি পুরস্কার হিসেবে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির কর্তৃপক্ষ। সিরিজ সেরা হয়ে এই পুরস্কার জিতেছেন মন্ট্রিল টাইগার্সের শারফেন রাদারফোর্ড।

সিরিজ সেরা হওয়ার পাশাপাশি ফাইনাল সেরা মোমেন্ট অব দ্য ম্যাচের পুরস্কারও গিয়েছে এই ক্রিকেটারের ঝুলিতে। ফাইনাল সেরা হওয়ার জন্য ১ হাজার ডলার আর মোমেন্ট অব দ্য ম্যাচের জন্য ৫০০ ডলার পুরস্কার পেয়েছেন রাদারফোর্ড।

ক্রিকেটে এমন অদ্ভুত উপহার দেওয়ার বিষয়টা নতুন কিছু নয়। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে দেখা গিয়েছিল অদ্ভুত সব উপহারের বাহার।

২০১০ সালে ঢাকা প্রিমিয়ার লিগে দেওয়া হয়েছিল এমন অদ্ভুত উপহার। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে সেই আসরে দেওয়া হয়েছিল ব্লেন্ডার। অন্য এক আসরে দেওয়া হয়েছিল রাইস কুকারও।

এছাড়াও ২০২০ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল জুতোর ফিতা এবং ক্রিকেট ব্যাটের গ্রিপ।

সিপিএলের এক আসরে খেলোয়াড়দের ম্যাচ জেতানোর পুরস্কার হিসেবে চিপস দেওয়া হয়েছিল। ২০১৭ সালের ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ম্যাচ সেরাক জসপ্রীত বুমরাহকে তো রীতিমতো মিনি ট্রাক উপহার দিয়েছিল আয়োজকরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ
ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের