ফুটবল বিশ্বে বরাবরই শক্তিশালী একটি দল আর্জেন্টিনা। সর্বশেষ কাতার বিশ্বকাপও নিজেদের করে নিয়েছে লিওনেল মেসিরা। লাতিন আমেরিকার দেশটির জাতীয় দলের পাশাপাশি যুবদলও সাম্প্রতিক সময়ে রয়েছে দুর্দান্ত ছন্দে। এবার চিলির জালে ৭ গোল দিয়ে জিতেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল।
বুধবার (৯ আগস্ট) শুরু হয়েছে কনমেবল আয়োজিত ইভোলিউশন লিগ ফুটসাল। প্রতিযোগিতার প্রথম দিনই মাঠে নেমেছে আর্জেন্টিনার যুবারা। চিলি অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ৭-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।
চিলির বিপক্ষে বড় জয়ের দিনে আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেন ফ্রাঙ্কো কারুসো। এ ছাড়া একবার করে জালের দেখা পান টমাস অ্যাসেবেদো, ইভান আলেগ্রে, এনজো বায়েজ, ইমানুয়েল করভালান এবং লাউতারো ইয়ানেজ। আর চিলির পক্ষে একমাত্র গোলটি করেন মালডোনাডো।
অন্যদিকে, ফুটসাল এই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনার মূল একাদশও। কেভিন অ্যারিটা, লুকাস ফ্লোরেস এবং ভাইদালের গোলে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় তারা।