এশিয়া কাপের স্কোয়াডে যারা
নানান নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ ক্রিকেটার।
শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের এই স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘোষিত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের।
মাহমুদউল্লাহর মতো আলোচনায় থাকা সৌম্য সরকারেরও স্কোয়াডে জায়গা হয়নি। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম।
এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। গেল মার্চে আয়ারল্যান্ড সিরিজে লাল-সবুজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাসুম। আর শেখ মেহেদী সর্বশেষ গত বছর এশিয়া কাপে খেলেছিলেন।
স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা শামীম হোসেন। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি তিনি। তবে লাল-সবুজের জার্সিতে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে রনি তালুকদার ও তাইজুল ইসলাম বাদ পড়েছেন।
এর আগে, শুক্রবার সাকিব আল হাসানকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণার সময়ই এশিয়া কাপের জন্য টাইগারদের স্কোয়াডের বিষয়ে ধারণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই অনুযায়ীই শনিবার সকালে দল ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।
প্রসঙ্গত, এশিয়ার ছয় দলের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। মোট ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসরটি। যারা দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’। আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ অগাস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মো. নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
মন্তব্য করুন