ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সিরিজ হেরে যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ১১:৪০ এএম


loading/img
ছবি- ক্রিকইনফো

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বেশ অহমের সঙ্গেই বলেছিলেন, ভারতের তৃতীয় ও চতুর্থ সারির দলও বিশ্বের যে কোনো টুর্নামেন্ট জিততে সক্ষম। কিন্তু ‘বেশামাল’ ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো পান্ডিয়ার ‘মুখে ঝামা ঘষে’ দিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়ে। 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ‘নাজুক’ দল নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল। ‘নাজুক’ বলার একটাই কারণ, তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ক্যারিবীয়দের এই দলটিই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। তাই প্রথম বিশ্বকাপজয়ীদের ‘নাজুক’ বলাটা যথার্থই হবে। 

এই দলের কাছেই টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত। তাও কিনা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতেই। স্বভাবতই বলা যায় এটি ভারতের জন্য চড়ম লজ্জার। 

বিজ্ঞাপন

কিন্তু এই হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ভারত টি-টোয়েন্টি দলের বর্তমান দলপতি হার্দিক পান্ডিয়া। তার মতে মাঝে মধ্যে পরাজয় ভালো বিষয়। হারের মাঝে অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে তিনি মনে করছেন। 

ম্যাচ শেষে পান্ডিয়া বলেন, ‘মাঝে মাঝে হারা ভালো। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ছেলেরা তাদের মান দেখিয়েছে। হারা জেতা খেলারই অংশ। আমাদের প্রক্রিয়া অটুট রেখে শিখতে হবে। ছেলেদের মন অনেক বড়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বেশি প্রয়োজন।’

তবে এই হারের শিক্ষা কাজে লাগিয়ে নতুন করে আবার শুরু করতে চান ভারতের এই দলপতি। তিনি বলেন, ‘আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই ম্যাচগুলো থেকে আমাদের শিখতে হবে। আমাদের যতটা কঠোর হতে হয় হবো। একটা সিরিজে তেমন কিছু যায় আসে না, আমাদের লক্ষ্য কী সেটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ এখনও অনেক দূরে। সামনে এবার ওয়ানডে বিশ্বকাপ।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |