ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রেমিকা নিয়ে থাকাসহ সৌদিতে যেসব সুবিধা পাবেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ০৫:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হলেও নেইমার ও আল হিলাল দুই পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি। 

বিজ্ঞাপন

এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি নেইমারকে নিতে আল হিলালকে গুনতে হচ্ছে কতো টাকা। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি দুই পক্ষের মধ্যকার চুক্তির শর্তাবলিগুলো। 

তবে নেইমারের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে নেইমারের পক্ষ থেকে সৌদিকে দেয়া চুক্তির কিছু শর্তাবলি। 

বিজ্ঞাপন

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুটমারকেতোর এক প্রতিবেদনে বলা হয়, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। 

সৌদিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকতে পারেন না। বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই নেইমারের বেলাতেও সেই নিষেধাজ্ঞা থাকছে না বলেই খবর পাওয়া গিয়েছে। 

এ ছাড়াও আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস দেয়া হবে নেইমারকে। সেই বোনাসের পরিমাণ ৮০ হাজার ইউরো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট দিলেই প্রতিটির জন্য ব্রাজিলিয়ান এই তারকার অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |