ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

৩২৭ দিন পর ফিরেই ম্যাচসেরা বুমরাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ১০:৪১ এএম


loading/img
ছবি- সংগৃহীত

প্রায় ৩২৭ দিন পর মাঠে ফিরছেন জাসপ্রিত বুমরাহ। তবে তা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই। প্রায় ১১ মাস পর ২২ গজে ফিরে প্রথম ওভারেই শিকার করেছেন জোড়া উইকেট। এ যেন সেই পুরনো বুমরাহই!

বিজ্ঞাপন

৪ ওভার বল করে ২৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও। তার ফেরার দিনে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে ২ রানে হারিয়েছে ভারত।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান তুলেছিল আইরিশরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ দশমিক ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ৪৭ রান তুলতেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বৃষ্টি আর না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

বিজ্ঞাপন

ভারতের হয়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার। চোটের কারণে সবশেষ আইপিএলে মাঠেই নামতে পারেননি তারকা এই পেসার। পিঠে অস্ত্রোপচার করানোর পর লম্বা বিরতিতে যেতে হয় তাকে। 

তবে সফল অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাসখানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরাহ। মাঠে নেমে অনুশীলন ম্যাচ খেলতেও শুরু করেন তিনি। এরপর আয়ারল্যান্ড সিরিজে ফিরেছেন এই পেসার। শুধু জায়গাই পাননি, জাতীয় দলে বুমরাহ ফিরেন একদম অধিনায়ক হয়ে। ফেরার প্রথম পরীক্ষাতেই সফল হয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আইরিশরা। ওপেনার অ্যান্ডি বালবির্নির পর তিনে নামা লরকান টাকারকেও ফিরিয়ে দেন বুমরাহ। তবে অন্যপ্রান্তে টিকে থাকা ওপেনার পল স্টার্লিং কিছুটা আশার ঝলক দেখালে শেষ পর্যন্ত হতাশাতেই পুড়িয়েছেন। ১১ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হন স্টার্লিং।

বিজ্ঞাপন

এরপর চারে নেমে হ্যারি টেক্টর খেলেছেন ১৬ বলে ৯ রানের ইনিংস। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩০ রান।

এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি আইরিশরা। ৩১ রানে ৫ উইকেট হারানো আইরিশদের শেষ পর্যন্ত টেনে তুলেন ৮ নম্বরে নামা ব্যাটসম্যান ব্যারি ম্যাকার্থির। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ সর্তকতার সঙ্গেই করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জাইসওয়াল এবং রুতুরাজ গাইকোয়াড। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যান দলের রানের চাকা। তাদের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৬। এরপর ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন জাইসওয়াল। তিনে নেমে গোল্ডেন ডাক মেরে বসেন তিলক ভার্মা। এরপর ভারত ৬ দশমিক ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই নামে বৃষ্টি। পরে বৃষ্টি আর না থামায় বৃষ্টি আইনে ২ রানে জয় পায় ভারত।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার অভিষেক হয়েছে। অভিষিক্ত এই পেসার ৩২ রান খরচায় জোড়া উইকেট শিকার করেছেন। অন্যদিকে স্পিনার রবি বিষ্ণুই নিয়েছেন ২ উইকেট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |