ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

এবার তাইজুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে মানববন্ধন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ , ০৮:০৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে মহাদেশীয় এই টুর্নামেন্ট ঘিরে অনেক আলোচনা-সমালোচনা চলছে। মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপে নেওয়ার দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন হয়েছে। এবার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নেওয়ার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নাটোরে প্রেসক্লাবের সামনে বৃষ্টিকে উপেক্ষা করে এশিয়া কাপ দলে তাইজুলকে অন্তর্ভুক্তি না করায় প্রতিবাদ সমাবেশ ও বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এসময় জেলার সাবেক ক্রিকেটার, তাইজুল ভক্ত ও সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ক্রিকেটার তাইজুল ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ধরে জাতীয় দলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য একজন অপরিহার্য খেলোয়াড়। তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া অন্যায়। 

বিজ্ঞাপন

এশিয়া কাপের দলে তাইজুলকে অন্তর্ভুক্তি চান আন্দোলনকারীরা; ছবি: সংগৃহীত

বক্তারা আরও বলেন, অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তাই তাইজুলের জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেটভক্তরা। 

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে তাইজুল ইসলামকে দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, তাইজুলকে এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হোক। তা না হলে নাটোরের মানুষ আরও বড় ধরনের আন্দোলনে যাবেন। সে আন্দোলনে নাটোরের সব বয়সী মানুষ অংশ নেবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |