ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ আগস্ট ২০২৩ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিগ ব্যাশের চলতি বছরের আসর শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। আসরকে সামনে রেখে ইতোমধ্যেই আনুষ্ঠানিকতা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ২৯ দেশের ৩৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন টুর্নামেন্টের ড্রাফটের জন্য। 

বিজ্ঞাপন

সোমবার (২৮ আগস্ট) সেই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে ঠাঁই হয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের।

ছেলেদের ভেতর ড্রাফটে নাম জমা দিয়েছেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রিপন মণ্ডল। এ নিয়ে টানা দ্বিতীয়বার ড্রাফটে নাম লেখালেন রিপন। 

বিজ্ঞাপন

অপরদিকে মেয়েদের ড্রাফটে নাম লেখানো একমাত্র বাংলাদেশি জাহানারা আলম। 

গেল আসরের মতো এবারও ড্রাফটে নাম লেখাননি সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলা একমাত্র বাংলাদেশি তিনিই। ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

এর আগে বিগ ব্যাশের গত আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মণ্ডল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |