বিগ ব্যাশের চলতি বছরের আসর শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। আসরকে সামনে রেখে ইতোমধ্যেই আনুষ্ঠানিকতা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ২৯ দেশের ৩৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন টুর্নামেন্টের ড্রাফটের জন্য।
সোমবার (২৮ আগস্ট) সেই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে ঠাঁই হয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের।
ছেলেদের ভেতর ড্রাফটে নাম জমা দিয়েছেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রিপন মণ্ডল। এ নিয়ে টানা দ্বিতীয়বার ড্রাফটে নাম লেখালেন রিপন।
অপরদিকে মেয়েদের ড্রাফটে নাম লেখানো একমাত্র বাংলাদেশি জাহানারা আলম।
গেল আসরের মতো এবারও ড্রাফটে নাম লেখাননি সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলা একমাত্র বাংলাদেশি তিনিই। ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এর আগে বিগ ব্যাশের গত আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মণ্ডল।