এশিয়া কাপের আর বাকি একদিন। তবে এর আগেই একের পর এক দুঃসংবাদ লঙ্কান শিবিরে। ধাপে ধাপে চোটে পড়ছেন শ্রীলঙ্কান বোলাররা। এজন্য এখনও ছয় জাতির এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা। চোটের দীর্ঘ তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা।
গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের মধ্য দিয়ে আলোচনায় আসা এই পেসার প্রস্তুতি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান। চোট এতটাই গুরুত্বর যে এশিয়া কাপ তো বটেই, আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
লঙ্কান দলের মেডিকেল বিভাগের প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভার বরাতে এই তথ্য জানিয়েছে ক্রিকইনফো।
এর আগে, চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুশমন্থা চামিরা। পেশির চোটে ভুগছেন তিনিও। তারও বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
আরেক পেসার লাহিরু কুমারাকে নিয়েও শঙ্কা আছে। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবে এশিয়া কাপে না পেলেও বিশ্বকাপে তাকে পাওয়ার প্রত্যাশা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।
এদিকে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার এশিয়া কাপে খেলাও নিশ্চিত না। উরুর চোটে ভুগছেন তিনি। তাই একই সঙ্গে চার সেরা বোলারকে হারিয়ে বেশ চাপেই আছে লঙ্কানরা।
উল্লেখ্য, ওয়ানডে ফরম্যাটে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।